স্বপ্ন আপনার, প্রচেষ্টা আমাদের

🏵️সাধারণ তথ্যসমূহঃ

বিসিএস সহ যেকোন সরকারি চাকুরির প্রস্তুতির জন্য অ্যান্ড্রয়েড ফোন বা পিসি বা ল্যাপটপের যেকোন ব্রাউজার (যেমনঃ গুগল ক্রোম ব্রাউজার) থেকে সরাসরি www.dreammcq.com লিখে সার্চ দিন। এরপর নতুন ইউজার হিসেবে 'Create New Account' অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন। পরবর্তীতে শুধু “রেজিস্টার্ড মোবাইল” এবং “পাসওয়ার্ড” ব্যবহার করে লগইন করলেই আগের তথ্যসমূহ অপরিবর্তীত থাকবে এবং নিরবিচ্ছিন্নভাবে ব্যবহার করতে পারবেন। এরপর প্রোফাইল ভিজিট করুন। ব্যালেন্স এড করুন। তারপর প্যাকেজ কিনুন। ব্যালেন্স এন্ড প্যাকেজ প্রসেসিং এ সমস্যা মনে হলে রেজিস্ট্রেশন এর পর আমাদের 01725175744 নাম্বারে বিকাশ/নগদ/রকেট সেন্ড মানি করে আমাদের কে ইনবক্স করুন। ৩০ মিনিটের মধ্যে আমরা প্যাকেজ এক্টিভ করে দিবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। 

🏵️যেভাবে লাইভ পরীক্ষায় অংশ নিবেনঃ

আমাদের প্রতিটি লাইভ পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে নির্ধারিত তারিখে রাত ১২ঃ০০ টা থেকে রাত ২৩ঃ৫৯ টা পর্যন্ত। অর্থাৎ, ২৪ ঘন্টার মধ্যে যেকোন সময় অংশ নিতে পারবেন। লাইভ পরীক্ষার সময়সীমা শেষ হওয়ার পরপরই মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং আর্কাইভে প্রশ্নপত্র জমা হবে। আর্কাইভে প্রশ্নপত্র জমা হওয়ার পর আপনি যেকোন দিন যেকোন সময় মিস হওয়া পরীক্ষাগুলো দিতে পারবেন। তবে মেরিট লিস্টে নাম রাখতে হলে অবশ্যই লাইভ পরীক্ষায় অংশ নিতে হবে। উল্লেখ্য, ইংরেজি তারিখে দিন শুরু হয় রাত ১২ঃ০০ টা থেকে এবং দিন শেষ হয় ঐ দিন রাত ২৩ঃ৫৯ টায়। অর্থাৎ, কোন পরীক্ষা ২৫ অক্টোবর তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলে পরীক্ষাটি শুরু হবে ২৪ অক্টোবর রাত ১২ঃ০০ টা থেকে এবং তা শেষ হবে ২৫ অক্টোবর মধ্যরাত ২৩ঃ৫৯ টায়। মেরিট লিস্ট এবং আর্কাইভে প্রশ্ন জমা হবে ২৫ অক্টোবর মধ্যরাত (২৬ অক্টোবর) ১২ঃ০০ টার দিকে। 

===============

ঘরে বসেই প্রস্তুতি নিতে-

🌐Dream MCQ ওয়েবসাইট-

https://dreammcq.com/